মালেশিয়ার সাইবারজায়া ইউনিভার্সিটি কলেজ অফ মেডিকেল সায়েন্সেস এর নবম সমাবর্তনে “ভিসিটিং প্রফেসর” সম্মাননায় ভূষিত হয়েছেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় এর মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মো. ইসমাইল খান। উপাচার্য মহোদয়ের নিকট প্রেরিত আমন্ত্রন পত্রে সাইবারজায়া ইউনিভার্সিটি এর প্রেসিডেন্ট প্রফেসর দাতো’ ডা. মোহামাদ আবদ রাজ্জাক ১৫ ই ডিসেম্বর অনুষ্ঠিতব্য সমাবর্তনের “ভিসিটিং প্রফেসর” স্বীকৃতি গ্রহণের জন্যে ডা. মো. ইসমাইল খানকে অনুরোধ জানান। প্রত্যুত্তরে সম্মতি জ্ঞাপন পূর্বক ডা. মো. ইসমাইল খান সাইবারজায়া ইউনিভার্সিটি কতৃপক্ষ কে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান। অধ্যাপক খান চিকিৎসা ক্ষেত্রে বাংলাদেশ ও মালেশিয়া এর দীর্ঘ আন্তঃসম্পর্কের প্রশংসার পাশাপাশি উভয় দেশের ভবিষ্যৎ চিকিৎসা শিক্ষা খাতের মানোন্নয়ন ও আধুনিকায়নে নিজেদের অভিজ্ঞতা ও কৌশল শেয়ার করার আশা ব্যাক্ত করেন।
Powered by Froala Editor